প্রকাশিত: Tue, Jul 18, 2023 11:19 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:32 AM

[১]ভারতের বিরুদ্ধে আজই সিরিজ জিততে চায় জ্যোতিরা

সাঈদুর রহমান: [২]সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিততে প্রচণ্ড লড়াই করতে হবে বাংলাদেশ দলকে। লাল-সবুজের দল প্রথম ম্যাচ জিতে যাওয়ায় ভারত আজ যার পরনাই লড়াই করবে স্বাগতিকদের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশ নারী দলকে সিরিজ জিততে হলে ভারতের বিরুদ্ধে অলরাউন্ড পারফরমেন্স করতে হবে।  

[৩]ইতো মধ্যে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি জিতে ভারতীয় মেয়েরা। এরপর তিন ম্যাচের ওয়ানেডে সিরিজের প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরদের হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে গিার সুলতানারা। বুধবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মিরপুর শেরে বাংলায় ভারতকে  মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৯:৩০ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

[৪]এই সিরিজের আগে ভারতের বিপক্ষে চারটি ওয়ানডে ম্যাচে জয় শূন্য ছিলো বাংলাদেশ। কিন্তু গত রোববার তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে জিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে এই ম্যাচে নিগার সুলতানাদের সামনে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। 

[৫]অন্যদিকে প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চান তিনি। সম্পাদনা: এল আর বাদল